পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল বিক্রয়ের সময় অতিরিক্ত অর্থ আদায়সহ মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে বাদশা সুলায়মান নামের এক ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার শিলাইকুঠি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা।
এ সময় তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া ও বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তারেক হোসেন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিলাইকুঠি বাজারে আজ খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল উপকারভোগীদের বিক্রি করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে উপকারভোগীদের কাছ থেকে ৫০ টাকা থেকে শুরু করে ১০০ টাকাসহ বিভিন্ন অংকের টাকা আদায় করা হচ্ছে।
অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা পাওয়ায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ডিলার বাদশা সুলায়মানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।